শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ফ্লোরিডায় বন্দুকধারীর গুলি, নিহত ৫
প্রকাশ: ১০:০৫ am ০৬-০৬-২০১৭ হালনাগাদ: ১০:০৮ am ০৬-০৬-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে। এ তথ্য জানিয়েছেন অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টি শেরিফ কার্যালয়। সোমবার ভোরে ফোরসিথ রোডের একটি শিল্পাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনাটি ঘটে ফিয়ামা ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানে।

শেরিফ কার্যালয় হামলাকে দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। শেরিফ জেরি ডেমিংস জানান, বন্দুকধারী ছিলেন ফিয়ামার একজন বহিষ্কৃত কর্মচারী। চলতি বছরের এপ্রিল মাসে তাকে বরখাস্ত করা হয়েছিল।

স্থানীয় সময় সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শেরিফ।

এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে এটা কর্মক্ষেত্র ঘটনার জের।

এর আগে শেরিফ কার্যালয় জানিয়েছিল, গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও এফবিআই সদস্যরা পৌঁছেছেন।  

এর আগে গত বছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। ৯/১১ হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি। সূত্র: অরল্যান্ডো সেন্টিনাল, সিএনএন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT