মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বগুড়ায় জেএমবি’র প্রধান সুরা সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ১১:১৭ am ৩০-১২-২০১৭ হালনাগাদ: ১১:১৯ am ৩০-১২-২০১৭
 
 
 


বগুড়ায় দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান সুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, গতকাল শুক্রবার রাত ১টায় নন্দীগ্রামের ওমরপুর এলাকা থেকে আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ । বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ সদর দপ্তরের ইনটেলিজেন্স শাখার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন ছাড়া মোটরবাইক উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই পুলিশ সুপার । প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন । এরা হলেন, শাকিল গাজী ও করিম শেখ। বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT