শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বগুড়ায় বখাটের উত্ত্যক্ত আচরণ সহ্য করতে না পেরে রাফিজার আত্মহত্যা
প্রকাশ: ০১:২১ pm ০৯-১০-২০১৭ হালনাগাদ: ০১:২৭ pm ০৯-১০-২০১৭
 
 
 


বগুড়ার দুপচাঁচিয়ায় বখাটের উত্ত্যক্ত আচরণ সহ্য করতে না পেরে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে স্থানীয় জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রায়ই রাফিজা আক্তারকে উত্ত্যক্ত করতো বখাটে হুজাইফা। বিষয়টি বখাটের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি তারা। এমনকি স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চেয়েও কোনো লাভ হয়নি।

গতকাল রোববার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাফিজাকে উত্ত্যক্ত করে বখাটে হুজাইফা। অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়িতে ফিরে আত্মহত্যা করে সে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হয়।

এদিকে রাতেই হুজাইফা ও তার বাবা আমিনুর রহমানকে আসামি করে মামলা করেছে রাফিজার পরিবার। খবর পেয়ে বখাটে হুজাইফাকে আটক করতে গেলে তার আত্মীয় স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলকে ২৬ জনকে আটক করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT