শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বন্যহাতির আক্রমণে উখিয়ায় ৪ রোহিঙ্গার মৃত্যু
প্রকাশ: ০৪:৫৪ pm ১৪-১০-২০১৭ হালনাগাদ: ০৪:৫৮ pm ১৪-১০-২০১৭
 
 
 


কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা আহত হয়েছে।

শনিবার দুপুরে উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফজুরুল হক টুটুল জানান, মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে এসে উখিয়ার বালুখালী পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। তারা হাতির আশ্রয়স্থল নষ্ট করে ঘরবাড়ি নির্মাণ করেছে। শনিবার দুপুরে একদল হাতি পাহাড়ি এলাকায় আক্রমণ চালায়। হাতির আক্রমণে ঘটনাস্থলে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় দুই রোহিঙ্গা। তাদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT