যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হিউস্টনে। চলছে লুটতরাজ ও বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল এ কথা জানা যায়। বিবিসি, সিএনএন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিউস্টনে বর্তমানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের প্রধান দুটি বাঁধের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ৪ মাত্রার ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে শহরটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হার্ভের ক্ষয়ক্ষতি দেখতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস পরিদর্শন করেছেন। মেয়র সিলভেস্টার টার্নার বলেন, যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এই শহরে লুট ঠেকাতে কারফিউ জরুরি ছিল। বন্যার সুযোগ নিয়ে যেন লুটপাট না হয় সে জন্য কাউফিউটা জরুরি ছিল। এতে করে সবাই নিজেদের বাড়িতে থাকবে ও অপরাধকর্ম কম হবে। শহরের কর্মকর্তারা লুটপাট, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে। ত্রাণকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা, জরুরি উদ্ধারকারীরা এবং যারা কাজে যাবেন ও কাজ থেকে ফিরবেন, তাদের ক্ষেত্রে সান্ধ্য আইন প্রযোজ্য হবে না। পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধরে অপরাধীরা লুটপাট ও ডাকাতি করছে বলে অভিযোগ করেছেন শহরটির কর্মকর্তারা। ভয়াবহ বন্যার কবল থেকে বাঁচতে শহরটির কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে জরুরি আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। খালি পড়ে থাকা এসব বাড়িঘর অপরাধীদের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে।