বরগুনায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় দুইজনকে ফাঁসি, ১২ জনের যাবজ্জীবন ও একজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বেলা ১২টার দিকে আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ফ্রেব্রুয়ারি মাসে আয়নাল ও ফারুক নামে দুই জেলে একটি ট্রলারে মাছ ধরতে যায়। গভীর সমুদ্রে ট্রলারের মাঝি বাবুল ও রুস্তুম সব জেলেদের ইমান আলী নামে এক ব্যক্তিকে ‘আল্লাহ’ ও হাবিবুর রহমান নামে এক জনকে ‘রাসুল’ মানতে বাধ্য করেন। ট্রলারের সবাই তা মেনে নিলেও আয়নাল ও ফারুক মানতে রাজি হয়নি। এতে তাদের সমুদ্রের পানিতে চুবিয়ে হত্যা করে সবাই।
পরে এ ঘটনায় নিহত আয়নালের ভাই জয়নাল বাদী হয়ে ২০১০ সালে ৬ মার্চ আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার (৩০ জানুয়ারি) রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর বলেন, “যে নির্মমভাবে আয়নাল ও ফারুককে হত্যা করা হয়েছে তাতে সব দোষীদের ফাঁসির রায় হলে বাদীপক্ষ আরোও খুশি হতো।”
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল কান্তি গুহ বলেন, “এ রায়ে তারা সন্তুষ্ঠ নয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”