বলিউড অভিনেতা ইন্দ্র কুমার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) মাঝরাতে আন্ধেরিতে নিজের বাংলোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ইন্দ্রর বয়স হয়েছিল ৪৩ বছর। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুখে ভুগছিলেন ইন্দ্র। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। শুক্রবার (২৮ জুলাই) বিকাল চারটার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও প্রচুর কাজ করেছিলেন ইন্দ্র। ২০ বছরের ক্যারিয়ারে প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। মাসুম, ওয়ান্টেড, পেয়িং গেস্ট, তুমকো না ভূল পায়েঙ্গে এবং খিলাড়িও কা খিলাড়ি প্রভৃতি তার কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক কিউকি সাস ভি কভি বহু থি'তেও ইন্দ্রর অভিনয় করেছিলেন। সূত্র: বলিউড হাঙ্গামা