তাওহীদ হাসান, ঢাকা: কলকাতায় ফায়ার এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অফ ইন্ডিয়া-ফেসি এবং এক্সপোনেট এক্সিবিশনের মধ্যে ১৮ নভেম্বর হোটেল গেটওয়ে, ৪ বছরের জন্য একটি পার্টনারশীপ চুক্তি সাক্ষরিত হয়েছে। ফেসির পক্ষে এসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব পঙ্কজ ধারকার ও এক্সপোনেট এক্সিবিশন এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব রাশেদুল হক এই চুক্তি সাক্ষর করেন ।
এই চুক্তি অনুযায়ী ফেসি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষ-স্রেডা, পাওয়ার সেল ও এক্সপোনেট এক্সিবিশন এর উদ্যোগে আয়োজিত পরিবেশবান্ধব ও টেকসই শিল্প প্রযুক্তির একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী ও গ্রীন বিল্ডিং সম্মেলন "বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট-বিড এক্সপো এন্ড ডায়ালগ" এ বিশ্ব নন্দিত অগ্নি নির্বাপন ও প্রতিরোধক নিরাপত্তা যন্ত্রাংশ ও বিল্ডিং অটোমেশন টেকনোলজি কোম্পানিগুলোকে বাংলাদেশের বাজারে তুলে ধরবে ।
এছাড়াও ভারতের এই এসোসিয়েশনটি ফায়ার প্রটেকশন, লাইফ সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি, লস প্রিভেনশন এবং রিস্ক ম্যানেজমেন্ট এর উপর স্থানীয় শিল্পকারখানা, হোটেল ও হাসপাতাল এবং সরকারী ও বেসরকারী ভবন মালিকদের অংশগ্রহণে বিড এক্সপো এন্ড ডায়ালগ ছাড়াও বছরব্যাপি সচেতনামূলক নলেজ শেয়ারিং কনফারেন্স পরিচালনা করবে ।
আগামী ২-৫ মার্চ ২০১৮ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিড এক্সপো এন্ড ডায়ালগ এর নবম আসরে এই এসোসিয়েশনের পক্ষ হতে প্রায় ৫০ সদস্যের একটি টীম "ফেসি ফায়ার এন্ড সিকিউরিটি ইন্ডিয়া প্যাভিলিয়ান" এ তাদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে ।
এছাড়া ৪ মার্চ ফেসি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইনডি টাউন হলে দিনব্যাপী "ফায়ার এন্ড সিকিউরিটি টেকনোলজি ইভোল্যুশন এন্ড লেটেস্ট এনার্জি এফিসিয়েন্সি ট্রেন্ড ইন ইন্ডাস্ট্রি" শিরোনামে ক্রস বর্ডার নেটওয়ার্কিং কনফারেন্স পরিচালনা করবে ।
বিড এক্সপো এন্ড ডায়ালগ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন, যেখানে গার্মেন্টস ও টেক্সটাইল, ফার্মা, লেদার, স্টিল বা সিমেন্ট ইত্যাদি শিল্পের পরিবেশবান্ধব সর্বশেষ আধুনিক প্রযুক্তি, সবুজ অবকাঠামো উন্নয়নের কারিগরি তথ্য, টেকসই অর্থনীতির জন্য সবুজায়ন খাতে বিনিয়োগকারীদের সমন্বয় ঘটিয়ে থাকে; যার মূল প্রতিপাদ্য এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনসারভেশন । শিল্প-কারখানার প্রধান ২টি ভিত্তি তথা বিদ্যুৎ ও অবকাঠামোর টেকসই নির্মানের পাশাপাশি সবুজ পণ্য উৎপাদন ও তা বাজারজাতকরণে বিভিন্ন গ্রুপের সাথে সংযোগ করিয়ে দেয় ।
অগ্নি নির্বাপন ও প্রতিরোধক নিরাপত্তা যন্ত্রাংশ ছাড়াও ৪ দিনের ৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো এ্যান্ড ডায়ালগ; বিড-২০১৮ তে ১৫টি দেশের প্রায় ১৮০টি পরিবেশবান্ধব প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের সর্বশেষ আধুনিক পণ্যের সাথে পরিচিত হতে পারবেন।
আরও আছে টেকসই ও সবুজায়নে অবদানের জন্য বিড অ্যাওয়ার্ডস অন গ্রীন ইনিশিয়েটিভ, সবুজায়নে অবদানের জন্য আপনি অথবা আপনার প্রতিষ্ঠান অথবা আপনার পরিচিত যারা সবুজায়নে অবদান রাখছে তাদের এই সম্মাননা গ্রহনের জন্য আহবান জানাতে পারেন।