শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বায়তুল মোকাররমের সামনে ইসরাইলের পতাকা পুড়িয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
প্রকাশ: ০৮:০০ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:২৩ pm ২৯-০৭-২০১৭
 
 
 


মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়ায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটি ইসরাইলের পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ করে দলটি।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায়ে বাধা দিয়ে ঘৃণিত হয়ে আছে ইসরাইল। তাই বিশ্ব অশান্তি সৃষ্টিকারী রাষ্ট্র ইসরাইলের বিষদাঁত ভেঙে দিতে হবে। অবৈধ দখলদার ইসরাইলীরা মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে না দিয়ে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার সনদ চরমভাবে লঙ্ঘন করেছে।’

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘ইসরাইল বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। ইহুদি ও মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে বিশ্ব মুসলিমকে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।’

পরে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, দৈনিক মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।
 

ছবিতে আন্দোলনের কিছু চিত্র তুলে ধরা হলোঃ


ছবিঃ শামীম আহম্মেদ

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT