রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
বাড্ডায় অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু, দুই শিশু দগ্ধ
প্রকাশ: ১০:৩০ am ২৪-০৯-২০১৭ হালনাগাদ: ১২:০৩ pm ২৪-০৯-২০১৭
 
 
 


রাজধানীর বাড্ডা এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এক নারী; দগ্ধ হয়েছে তার দুই শিশু সন্তান।

শনিবার ভোররাতে বৈঠাখালী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।

নিহতের নাম ইয়াসমিন (৩৮)। তার সন্তান আমানুল্লাহ (১১)ও সানজিদাকে (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জীবন মিয়া বলেন, টিনশেড ওই ঘরে আসবাবপত্রের কারখানা ছিল, পাশাপাশি লোকজনও থাকতেন।

ওসি ওয়াজেদ বলেন, “রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ইয়াসমিন ও তার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল ইয়াসমিনের। হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আমানুল্লাহর শরীরের ৩০ ভাগ এবং সানজিদার দেহের ২৮ ভাগ পুড়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত নয়। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT