বাবা অনিল কাপুরের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে রাজী হননি বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শুধু তাই নয়, সিনেমাটির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই সিনেমায় বাবার সঙ্গে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন সোনম কাপুর। তবে তার কাছে সেটির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বর্তমান সময়ের ব্যস্ততম এই নায়িকা। খবরে আরও বলা হয়েছে, বাবার সঙ্গে তিনি অভিনয় করতে চান সোনম। তবে যে ধরনের সিনেমায় তিনি অভিনয় করতে চান, সিনেমাটি সে ধরনের নয় বলে জানিয়েছেন নায়িকা। তাছাড়া, বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য নাকি মেয়েকে বলেছেন অনিল কাপুর। কিন্তু তাতেও রাজী হননি সোনম।