বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ২১শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অনিল কাপুর শ্রীদেবীর শেষকৃত্য আয়োজন করছেন
প্রকাশ: ১১:০২ am ২৭-০২-২০১৮ হালনাগাদ: ১১:০৫ am ২৭-০২-২০১৮
 
 
 


শ্রীদেবীর ময়নাতদন্তে সন্তুষ্ট নয় দুবাই পুলিশ কর্তৃপক্ষ। তাই শ্রীদেবীর মরদেহ আটকে রয়েছে দুবাইতে। গত রোববার শ্রীদেবীর লাশ পৌঁছানোর কথা ছিল ভারতে। আর সেটা মাথায় রেখেই অনিল কাপুরের বাড়িতে শ্রীদেবীকে শেষ বিদায়ের আয়োজন করা হয়। শ্রীদেবীর স্বামী বনি কাপুর ছোট ভাই অনিল কাপুরকে শেষকৃত্য আয়োজন করতে বলেন। সেখানে শেষ পর্যন্ত শ্রীদেবীর লাশ না এলেও উপস্থিত হয়েছিলেন তাঁর ভক্তসহ নামীদামি তারকারা।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, শ্রীদেবীকে বিদায় জানাতে অনিল কাপুরের বাড়িতে যান রণবীর সিং, দীপিকা পাডুকোন, শাহরুখ খান, রজনীকান্ত, ফারাহ খান, করণ জোহর, ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি, টাবু, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শ্রুতি হাসান, আমিশা পাটেল, দিব্য দত্ত, সারা আলি খান, অর্জুন কাপুর, কমল হাসান ও মোহিত মারওয়া।

মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই অনিল কাপুরের বাড়ির সামনে জড়ো হতে থাকেন শ্রীদেবীর ভক্তরা। ডিএনএ ইন্ডিয়াকে অনিল কাপুরের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বলেন, ‘কর্ণাটকের ১৫০ জন শ্রীদেবী ভক্ত অনিল কাপুরের বাড়িতে উপস্থিত হন। এ ছাড়া তেলেঙ্গানা থেকে শ্রীদেবীর ভক্তরা হাজির হয়েছিল। ফলে জোরদার করতে হয়েছে বাসার পুলিশি পাহারা।’

১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।

শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT