আজ সকাল সাড়ে ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি মোটর সাইকেল র্যালির উদ্ভোধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মান্নাফ রশিদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ উদ্দিন (শিক্ষা) গনপূর্ত প্রকৌশলী আহসান হাবিব, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, সেভদ্য চিলড্রেনের ম্যানেজার ফারুখ হোসেন, জেলা এনজিও সমিতির সভাপতি মোশারেফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রশীদ হাসান খাঁন আলো।
এছাড়াও সরকারী কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, কাজি, ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনা মূলক র্যালিটি জেলার বিভিন্ন গ্রাম প্রদক্ষিন শেষে দুপুর ২টার দিকে গাংনীতে পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হইবে।