শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশ: ১০:৪২ am ০৩-০১-২০১৮ হালনাগাদ: ১০:৪৪ am ০৩-০১-২০১৮
 
 
 


প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা অধিদফতর নিরলসভাবে কাজ করছে  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ 
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা অধিদফতর নিরলসভাবে কাজ করছে। মঙ্গলবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘প্রতিবন্ধিরা সমাজের সম্পদ। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার তাদের জন্য কাজ করে যাচ্ছে। ভিশন একুশ বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলেও জানান তিনি। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা তৃণমূল পর্যন্ত জড়িত রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু প্রতিবন্ধীদের নয়, মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা ও সমাজসেবামূলক কর্মকান্ড করে থাকে। আর তাই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি অনুরোধ জানান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নুরানী ফেরদৌসি দিশা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো: নজরুল ইসলাম, নজরুল ইসলাম রাজ, পিপাসা সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার, কেপিইউএস এর নির্বাহী পরিচালক এনামুল হক, দিশা সংস্থার প্রকল্প সমন্বয়কারী এ্যাড. কামরুন্নাহার ময়ন, প্রতিবন্ধী ফেডারেশন কম্পনের জেলা প্রতিনিধি জেদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপনায়  প্রবেশন কর্মকর্তা আবুল হাশেম। এসময় এনজিও প্রতিনিধি, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিক ও সুধীজন র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেয়। পরে বিভিন্ন সংস্থার সহযোগীতায় মুক ও বধির সংগঠনের জীবনমান উন্নয়নে ৫টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা। এরআগে সিঙ্গার মোড় থেকে ‘নারী পুরষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ, স্লোগানে একটি শোভাযাত্রা বের করা হয়।

এসএম জামাল, কুষ্টিয়া থেকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT