এস এম জামাল: "মানবতার জয় হোক, অসহায়ত্ব দুর হোক" এই স্লোগান বুকে ধারণ করে কুষ্টিয়ার সমাজিক সংগঠন 'একটু পাশে দাঁড়াই' অসহায় হত দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচ এম এইচ ভি গার্লস স্কুলের শিক্ষিকা খালেছা পারভিন।এসময় তিনি বলেন, দুস্থদের পাশে দাঁড়ানোই মনুষ্যত্বের পরিচায়ক।
'একটু পাশে দাঁড়াই' সংগঠনে সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ঈশা খান অপুর্বর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, এস আই ফাহিম, বিশিষ্ট সমাজসেবক সাজাহান আলি, সাবেক পৌর কমিশনার আব্দুল্লাহিল মারুফ, বিশিষ্ট সমাজসেবক বাবুল, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল ফারুক, ২ নং তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য জেকের আলী (মেম্বার), হিজলবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. তাহাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন।
সভাপতির বক্তব্যে 'একটু পাশে দাঁড়াই' এর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সুমন সবাইকে প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় হত দরিদ্র প্রতিবন্ধি মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এরআগে জাতীর শ্রেষ্ঠ সন্তান ৫ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন 'একটু পাশে দাঁড়াই' এর সহ-সভাপতি প্রশান্ত কুমার, জাহাঙ্গীর আলম শিপলু, এস. আই স্বাধীন, নাহিদুল ইসলাম রূপল, অন্তর খান, ফাহাদ জামান জিসান, আবু জাফর শান্ত, মেহেদী হাসান রাসেল, আলোকচিত্রী কে. এম সাগর, প্রমুখ।