ঢাকা বিশ্ববিদ্যালয সন্ধ্যা ৬ টার পর পহেলা বৈশাখের কোন অনুষ্ঠান করা যবেনা। বিকেল ৫টার পর রাজধানীর কোন উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না।ইভটিজিং রোধে সচেষ্ট থাকবে পলিশ। এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া । মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কখা বলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা ও রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে বাংলামোটরের পর আর কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না । তিনি বলেন, আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের অগ্রিম তথ্য সংগ্রহের কাজ চলছে। আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রবীন্দ্র সরোবর এবং হাতিরঝিলে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ডিএমপি কমিশনার আরো বলেন, রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের প্রতিটি গেইটে আর্চওয়ে থাকবে এবং প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ের ভেতর দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কে প্রবেশ করতে হবে।যারা যাবে তাদের প্রত্যেককেই দেহ তল্লাশি করা হবে।