শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের তৃতীয় বর্ষ পরীক্ষা ২৩ অক্টোবর
প্রকাশ: ১২:০৭ pm ০৯-১০-২০১৭ হালনাগাদ: ১২:১০ pm ০৯-১০-২০১৭
 
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর সোমবার থেকে শুরু হবে। গতকাল রোববার (০৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়।

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হচ্ছে -
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ,
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
কবি নজরুল কলেজ,
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, 
মিরপুর সরকারি বাংলা কলেজ,  
সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্র-ছাত্রী এবং ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT