শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিচারকদের শৃঙ্খলাবিধি: গেজেট প্রকাশে শেষ সময় দিয়েছে আপিল বিভাগ
প্রকাশ: ১১:৫৬ am ০২-০৭-২০১৭ হালনাগাদ: ১১:৫৮ am ০২-০৭-২০১৭
 
 
 


বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে শেষ বারের মত আরও দুই সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। রোববার (০২ জুলাই) সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগেও গেজেট প্রকাশের জন্য সরকারকে কয়েক দফা সময় দেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে প্রথম নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।গেজেট প্রকাশ না করার জন্য অনেকবার সময় বাড়িয়েছে আপিল বিভাগ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়।ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT