বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক ও তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সোমবার (০২ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রয়াত এই বিচারপতির জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ছুটির ঘোষণা দেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচারপতি বজলুর রহমান গতকাল মারা গেছেন। উচ্চ আদালতের একজন সম্মানিত সিটিং জজের মৃত্যু এটিই প্রথম মনে হয়। চলতি ভ্যাকেশনে আরও একজন সিটিং জাজ জোতিন্দ্র নারায়ণ দেব চৌধুরীকে আমরা হারিয়েছি। এই দুই বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতি হিসেবে আমি সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজকের ছুটি ঘোষণা করলাম।’’
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে তার মরদেহ সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।