বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশের দর্শকদের জন্য সকল প্রকার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ বিষয়ে সাংবাদিকদের জানান, রুলে তথ্যসচিব, বাণিজ্যসচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজি) জবাব দিতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে আজ শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত ২০ সেপ্টেম্বর বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশের দর্শকদের জন্য সকল প্রকার পণ্যে