শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিনা বিচারে কারাবন্দি ৫ জনের জামিন
প্রকাশ: ০২:৪৮ pm ২৬-০১-২০১৭ হালনাগাদ: ০২:৫২ pm ২৬-০১-২০১৭
 
 
 


এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ পাঁচজনকে জামিন দিয়েছে হাই কোর্ট।

এছাড়া আরও দুই আসামির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে আদালত।

এই সাতজনকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করার পর তাদের বক্তব‌্য শুনে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদারের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

সাত আসামির পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান।

জামিন পাওয়া পাঁচজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোণার গারো তরুণ লিটন।

দুটি হত‌্যা মামলায় রাজধানীর বাড্ডার সাইদুর রহমান ও কেরানীগঞ্জের রাজীব হোসেন এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদের জামিন না দিয়ে আগামী তিন মাসের মধ্যে তাদের মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত। 

একটি টেলিভিশন চ্যানেল এই সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন সম্প্রচার করলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর গত বছরের ১৫ ডিসেম্বর কারাবন্দি সাতজনকে হাজিরের নির্দেশ দিয়ে রুল জারি করে আদালত।

কেন তাদের জামিন দেওয়া হবে না- রুলে তা জানতে চায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ।

ওই সাতজনই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর-২ কারাগারে রয়েছেন।

আদালতের আদেশের পর আইনজীবী বেহেশতী মারজান সাংবাদিকদের বলেন, সাইদুর ও রাজীব হোসেন এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ রয়েছে। এ কারণে আদালত তাদের জামিনের বিষয়টি বিবেচনা করেনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT