রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে সিভিল অ্যাভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেছেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে ধসে পড়া দেয়ালের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।