বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিলুপ্ত ৫৭ ধারায় হওয়া আগের মামলাগুলোর কার্যক্রম চলবে : আইজিপি
প্রকাশ: ১২:০৪ pm ৩০-০১-২০১৮ হালনাগাদ: ১২:০৮ pm ৩০-০১-২০১৮
 
 
 


৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুমোদন হলেও বিলুপ্ত ধারায় হওয়া আগের মামলাগুলোর কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পুলিশের বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক। 

সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে গিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। 'মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ' বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে পুলিশ সদর দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আইজিপি বলেন, 'আইন যখন তৈরি হয় বা ওই আইন যখন সংশোধন বা রদ হবে, ওই আইনের অতীতের সব কর্মকাণ্ড কিন্তু অব্যাহত থাকবে। তা কখনও বাতিল হয় না। তবে যেদিন থেকে ওই আইন সংশোধন বা এনফোর্স হবে, সেদিন থেকে পুরনো আইন বাতিল হবে।'

তিনি আরও বলেন, 'আজই (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮'-এর খসড়া অনুমোদন পেয়েছে। নতুন আইন পাস হলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে।' পুলিশপ্রধান বলেন, 'আগে থেকেই সদর দপ্তরের নির্দেশ ছাড়া ৫৭ ধারায় মামলা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও যেসব মামলা নেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। সত্যতা আছে, তাই কিছু মামলা নেওয়া হয়েছে। তবে নতুন আইন যেটা হবে, সেটা হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না।'

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT