নাশকতা মামলার আসামি বরিশাল সিটি করপোরেশনের ছয় ওয়ার্ড কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ আকবর হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ, ১৮ নম্বর ওয়ার্ডের মীর এ কে এম জাহিদুল কবীর, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ, ২৫ নম্বর ওয়ার্ডের জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহম্মেদ।
এদের মধ্যে জিয়া উদ্দিন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ফিরোজ আহম্মেদ সহসভাপতি, আকবর হোসেন ও জাহিদুল কবীর যুগ্ম সম্পাদক, ফরিদ উদ্দিন কৃষি বিষয়ক সম্পাদক ও হারুন অর রশিদ সদস্য।
তাদের বিরুদ্ধে দায়ের নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় বরখাস্তের আদেশ দিয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ।
ওয়াহিদুজ্জামান বলেন, সিটি করপোরেশন আইনের ২০০৯ এর ১২ এর ১ উপধারায় উল্লেখ আছে যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে তাদেরকে সাময়িক বরখাস্ত করা যাবে।
“এই ধারা অনুযায়ী ছয় কাউন্সিলরের বিরুদ্ধে থাকার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।”