ক্যারিয়ারের প্রথম একক অ্যালবামের কাজ শেষ করলেন বুশরা জাবিন। চলতি ফেব্রুয়ারির শেষ দিকে বুশরা সিজন ওয়ান অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। প্রথম অ্যালবাম প্রসঙ্গে বুশরা জাবিন বলেন, প্রথম অ্যালবামটি নিয়ে সবারই ব্যাপক আগ্রহ থাকে। আমিও শতভাগ মনোযোগ দিয়ে এ অ্যালবামের কাজ করেছি। গানগুলো অনেক সময় এবং যত্ন নিয়ে করা। একটি গান একজন শিল্পীর কাছে সন্তানের মতো। ভালোভাবে ভোক্তাদের কাছে গান পৌছে দেয়াই আমার লক্ষ্য। সবার ভালো লাগবে এই স্বপ্ন নিয়ে আমার যাত্রা শুরু।
বুম ফ্যাক্টরি প্রডাকশনের ব্যানারে শিগগিরই বাজারে আসতে যাওয়া এই অ্যালবামটিতে মোট ৮ টি গান রয়েছে। এগুলো লিখেছেন শেখ রানা, সামির এম রহমান এবং নুরুল মমিন। সুর সরেছেন সামির এম রহমান এবং মুস্তাফা শাওন (বেদুঈন)।
এদিকে ঢাকার ভিতরে ভক্তদের বাসায় স্বশরীরে গিয়ে অ্যালবাম পৌঁছে দিয়ে সারপ্রাইজ দিবেন এই শিল্পী। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থির কারনে ঢাকার বাইরের ভক্তদের সারপ্রাইজ দিতে পারছেন না বলে দু:খ প্রকাশ করেছেন তিনি।
সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানালেন মানবকন্ঠকে। শুধু দেশে নয় দেশের বাইরেও কাজ করছেন বুশরা জাবিন। আগামী এপ্রিল ও জুনে দুটি শো করতে যথাক্রমে কাতার ও আমেরিকা যাবেন তিনি। সব মিলিয়ে গান নিয়ে পুরোদমে ব্যস্ত এই শিল্পী।