লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম ফরিদ হোসেন (২২)।
মঙ্গলবার (১৪নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের কাছে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরিদ হোসেন শরীফ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার মো. শামসুল হকের ছেলে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি জানায়, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় আরো কয়েকজনের সঙ্গে ভারতে যান ফরিদ হোসেন।
এসময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ফরিদ হোসেন নিহত হন। অন্যরা পালিয়ে যান। নিহত শরীফের লাশ বিএসএফের টহল দল নিয়ে গেছে।
বুধবার (১৫ নভেম্বর) বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।