আত্মঘাতী বোমা হামলাকারী হতে পারে সন্দেহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সৈন্যরা।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বেলজিয়ামের কর্মকর্তারা।
বিবিসির খবরে বলা হয়, ওই ব্যক্তি ছোট একটি বিস্ফোরণে ঘটানোর পর তাকে গুলি করা হয়, তবে ওই বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার কিছুক্ষণ পর প্রসিকিউটরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন তারা।
২০১৬ সালের মার্চে ব্রাসেলসে চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়েছিল যার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।