রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ব্যস্ততা শেষে কাজে ফিরলেন পূর্ণিমা
প্রকাশ: ১০:০৯ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:১৩ am ২৯-০৭-২০১৭
 
 
 


বিরতি শেষে গতকাল থেকে পূর্ণিমা নাটকের কাজ শুরু করেছেন। ঈদের পূর্ব পর্যন্ত শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। এবারের ঈদে যেসব নির্মাতার পরিচালনায় কাজ করবেন তিনি তারা হচ্ছেন মুশফিকুর রহমান গুলজার, এসএ হক অলিক, তানিয়া আহমেদ, ইমরাউল রাফাত, মানিক ও রোমান। এরই মধ্যে গতকাল থেকে তিনি রোমানের পরিচালনায় একটি নাটকের কাজ শুরু করেছেন। ঈদের কাজ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এবারের এই উত্সবে  মনে হচ্ছে কাজের অনেক চাপ থাকবে। ঈদে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। অনেকেই চাইছেন তাদের নাটকে কাজ করি। কারণ গেল ঈদে অনেকের ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। যে কারণে এবারের ঈদে তাদের শিডিউল দিতে হচ্ছে।’ এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে রায়হান খান পরিচালিত যখন সময় থমকে দাঁড়ায় নাটকের শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। এতে তার বিপরীতে নোবেল ও মোশাররফ করিমের অভিনয় করার কথা রয়েছে। ছোটপর্দায় কাজ করলেও নতুন কোনো চলচ্চিত্রে পূর্ণিমাকে আপাতত দেখা যাচ্ছে না। পূর্ণিমা বলেন, ‘প্রায়ই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে। কিন্তু গল্প চরিত্র মনের মতো না হওয়ায় শেষ পর্যন্ত আর কাজ করা হয়ে ওঠে না। যেহেতু মনেপ্রাণে আমি চলচ্চিত্রেরই মানুষ তাই চলচ্চিত্রেই সব সময় কাজ করতে চাই।’ প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত চিত্রনায়ক রিয়াজের বিপরীতে এ জীবন তোমার আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। বিশিষ্ট পরিচালক কাজী হায়াতের ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। গত ১৫ মে চলচ্চিত্র জীবনের ২০ বছরে পা রাখলেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT