মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভারতের কংগ্রেস দলের সভাপতি পদে রাহুল গান্ধি
প্রকাশ: ০৩:২১ pm ২০-১১-২০১৭ হালনাগাদ: ০৩:২৪ pm ২০-১১-২০১৭
 
 
 


ভারতের কংগ্রেস দলের সভাপতির পদে রাহুল গান্ধির নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সোনিয়া গান্ধির বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাশ শেষে তার নাম ঘোষণা করা হয়। আগামী ১৬ ডিসেম্বর কংগ্রেস সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ফল ঘোষণা করা হবে ১৯ ডিসেম্বর। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধি। গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনিয়াই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দলীয় সভাপতির পদে নির্বাচনের বিজ্ঞপ্তি ১ ডিসেম্বর জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মননোয়নপত্র পরীক্ষার শেষ দিন ৫ ডিসেম্বর। সভাপতি পদের জন্য রাহুল ছাড়া আর কারও মননোয়ন জমা না পড়লে ৫ ডিসেম্বরই রাহুলকে সভাপতি ঘোষণা করে দেয়া হতে পারে। বর্তমানে দলের সহ-সভাপতি রাহুল গান্ধি ছাড়া আর কোনও নাম যে এ ক্ষেত্রে জমা পড়বে না তা বলাই যায়। ১০ জনপথে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির বাসভবনে ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্য দলের সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করতেই হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন শেষ করতে নির্দেশ দিয়েছেন ইলেকশন কমিশন। বেশ কিছুদিন ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।

সূত্র: এই সময়

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT