শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভারতের পাচারের সময় শিশুসহ ৩৪ নারী-পুরুষ উদ্ধার
প্রকাশ: ১২:৪১ pm ৩০-০৮-২০১৭ হালনাগাদ: ১২:৫১ pm ৩০-০৮-২০১৭
 
 
 


ভারতের পাচারের সময় শিশুসহ ৩৪ নারী-পুরুষ উদ্ধার করা হয়েছে । বুধবার (৩০ আগস্ট) সকালে ভারতীয় সীমান্ত নিকটবর্তী বালাতাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় । বর্তমানে তাদের ফুলবাড়ীর বালাতরী সীমান্তে পুলিশ ও বিজিবির পাহাড়ায় রাখা হয়েছে । উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ জন শিশু রয়েছে । উদ্ধারকৃতরা বাগেরহাট, পিরোজপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিজিবি সূত্র জানায়, কাজের প্রলোভনে ভারতে পাচারের উদ্দেশ্যে দালালরা গোপনে ওই নারী পুরুষ ও শিশুদের গত মঙ্গলবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী সীমান্তে নিয়ে আসে । সারাদিন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়ে সন্ধ্যার সময় বালাতারী মসজিদের মাঠে জড়ো করে তাদের। বালাতারী ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটনাটি জানতে পেয়ে সেখানে গিয়ে ওই নারী পুরুষদের পরিচয় জানতে চান। জিজ্ঞাসাবাদে প্রলোভনে ভারতে পাচারের লোমহর্ষক কাহিনী প্রকাশ পায়। অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় আদম পাচারকারী চক্রের সদস্যরা । উদ্ধারকৃতদের মধ্যে জালাল শেখ (৩০) ও মোহাম্মদ আলী (৪৫) গণমাধ্যমকে বলেন, তারা কাজের সন্ধানে ভারতে যাওয়ার জন্য অপরিচিত কয়েকজন লোকের মাধ্যমে এই এলাকায় এসেছেন । ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, উদ্ধার হওয়া নারী পুরুষ ও শিশুদেরকে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
See More at: http://www.shokalerkhobor24.com/news/17452-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%AA-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT