ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন। ১৫টি বগির সিয়ালদাহ-আজমির এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। বিধ্বস্ত একটি বগি থেকে দুই যাত্রীকে বের করে আনার পর হাসপাতালে তারা মারা যান।
সিনিয়র পুলিশ কর্মকর্তা জাকি আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি।
বুধবার সকালে ঘনকুয়াশায় কানপুরে থেকে ৭০ কিলোমিটার দূরে একটি শুকনো খালের উপর সেতু পার হওয়ার সময় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এসময় দুটি বগি সেতু থেকে খালে পড়ে যায়।
ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
রিজওয়ান চৌধুরী নামে এক যাত্রী এসোসিয়েট প্রেসকে জানান, বিকট শব্দে তিনি ঘুম থেকে ওঠেন। তিনি বলেন, “আমাদের বগি একদিকে হেলে পড়ে। আমি লাফ দিই। দেখি, কিছু বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।
কানপুর থেকে একটি মেডিক্যাল রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা সাংবাদিকদের বলেন, “এ মুহূর্তে আমরা উদ্ধার কাজকে গুরুত্ব দিচ্ছি।
উত্তর প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা জাভেদ আহমেদ বলেন, “লাইনচ্যুত বগি থেকে সকল যাত্রীকে বের করে আনা হয়েছে।