রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ভারত সরকার বাংলাদেশ সরকারকে স্বাধীনতা যুদ্ধের স্মারক উপহার দিয়েছে
প্রকাশ: ০৬:০০ pm ২৩-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৫৪ am ২৪-১০-২০১৭
 
 
 


১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিবাহিনীকে সহযোগিতা করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা কাঁধে কাঁধ রেখে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে। বাংলাদেশ ভারতীয় সশস্ত্র বাহিনীর সেই সহযোগিতা ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। বাংলাদেশ জাতীয় যাদুঘর কর্তৃপক্ষের অনুরোধে ভারত সরকার বাংলাদেশ সরকারকে স্বাধীনতা যুদ্ধের স্মারক উপহার দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের ঢাকা সফরে এসে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। স্মারক উপহার সমূহের মধ্যে ছিল কিছু সামরিক সরঞ্জাম, যা স্বাধীনতা যুদ্ধ চলাকালে যৌথ বাহিনী কর্তৃক ব্যবহৃত হয়েছিল।      

                   

এছাড়া স্বাধীনতা সংগ্রামের বেশকিছু কর্মকৌশল ও নথিপত্রসহ ঐতিহাসিক আলোকচিত্র, সংগৃহিত অডিও ও ভিডিও ক্লিপিং, মানচিত্র, যুদ্ধের বিবরণী, সংবাদপত্রের অংশ বিশেষ, প্রামাণ্যচিত্র ইত্যাদি উপহার দেয়া হয়।      

                 

গত ২২ অক্টোবর রোববার ঢাকায় হোটেল সোনারগাঁয়ে ভারতের দেওয়া সামরিক সরঞ্জামগুলো কিছু সময় রাখা হয়। পরে সেগুলো জাতীয় যাদুঘরে নিয়ে যাওয়া হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT