সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভারি বৃষ্টিপাতে মুম্বাইয়ে জনজীবন স্থবির, মৃত
প্রকাশ: ১০:১২ am ৩১-০৮-২০১৭ হালনাগাদ: ০১:২৫ pm ৩১-০৮-২০১৭
 
 
 


ব্যাপক মৌসুমি বৃষ্টিপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ‘রেড অ্যালার্ট’ জারি করে শহরের বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার শহরটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এক দিনে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় এই পরিমাণ ২৯ গুণ বেশি। ২০০৫ সালের জুলাইয়ের পর শহরটিতে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড এটি। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে শহরের বাসিন্দাদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে আবহাওয়া দফতর।

সূত্রঃ এনডিটিভি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT