একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, ১৪ দলের নেতারা, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপি জাভেদ পাটোয়ারী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্জ মো. আখতারুজ্জামান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমানডাররা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।