শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ায়
প্রকাশ: ০৩:৩২ pm ২২-০৩-২০১৭ হালনাগাদ: ০৩:৩৫ pm ২২-০৩-২০১৭
 
 
 


ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

বিদেশি ও স্থানীয় পর্যটকদের কাছে বালি দ্বীপ আকর্ষণীয় অবকাশকেন্দ্র। ভূমিকম্পের পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৫ দশমিক ৫।

বালি দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বানজার পাসেকান শহরের দুই কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হওয়ায় লোকজন ও পর্যটকরা বাড়ি ও হোটেল থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে কিছু সময়ের মধ্যে সরকারের তরফ থেকে বার্তা পাঠানো হয়, এ ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ফলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প নির্ণয়কেন্দ্র জানায়, তারা ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে রিখটার স্কেলে ৬ দশমিক ৪। এর কেন্দ্র ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।

২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়। এর ফলে প্রতিবেশী দেশ মিলে মোট ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT