ভেনেজুয়েলার দক্ষিণে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি দেশটির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ খবর জানিয়েছে। দাঙ্গা পরবর্তী কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্যদের আমাজোনাস প্রদেশের রাজধানী পুয়ের্তো আয়াকুচোতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তাঁরা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনেছেন। প্রাদেশিক গভর্নর লিবোরিয়ো গুয়ারুলা এই দাঙ্গার ঘটনাকে 'নৃশংস হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করেছেন। আইন কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় ১৪ জন কর্মকর্তা আহত হয়েছেন। কারাগার পর্যবেক্ষণকারী দুটি গোষ্ঠী জানিয়েছে, নিহত ৩৭ জনের সকলেই কয়েদি। দাঙ্গার সময় কারাগারে মোট ১০৫ জন কয়েদি ছিলেন। ভেনেজুয়েলার কারাগারগুলোয় জনবলের অভাব রয়েছে।
সূত্র: বিবিসি