মগবাজার ও মৌচাক সমন্বিত ফ্লাইওভারের (ফ্লাইওভার) হাতিরঝিল-সোনারগাঁও হোটেল (কারওয়ান বাজার) অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় এ ফ্লাইওভারের ৪৫০ মিটার অংশটি উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হওয়া এ ফ্লাইওভারের সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশ উদ্বোধন হয়২০১৬ সালের ৩০ মার্চ। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৭২ দশমিক ৭৭ কোটি টাকা ব্যয়ে ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ নির্মাণের অনুমোদন দেয়া হয়। ফ্লাইওভারের এ অংশ দিয়ে যানবাবহন কেবল একমুখী চলাচল করতে পারবে। রমনা প্রান্ত থেকে উঠে হাতিরঝিল বরাবর এসে এ অংশ দিয়ে সোনারগাঁও হোটেলের কাছে নামা যাবে।