শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক
প্রকাশ: ০৯:২৫ am ১৬-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:২৭ am ১৬-০৭-২০১৭
 
 
 


‘ঘরে গিয়ে মশারি টানাতে পারব না, ঘরের মশাও মারতে পারব না’-চিকুনগুনিয়ার বিষয়ে সিটি করপোরেশনের দায় অস্বীকার করে করা এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ শোভাযাত্রা’ শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আগের দিনের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন মেয়র আনিসুল। তিনি বলেন, ‘আমার এমন মন্তব্যে অনেকেই মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। তাদের উদ্দেশে বলতে চাই, ওভাবে বলতে চাইনি। বলেছিলাম যে, বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের নেই। বক্তব্যে কাউকে আঘাত করতে চাইনি। তবে এরপরও কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ অন্যদিকে শোভাযাত্রা শুরুর আগে মশা নিধনকাজে কর্মীদের কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান আনিসুল হক। মেয়র বলেন, গত মাসেই কর্তব্যে অবহেলার জন্য ১০৯ জন কর্মীর চাকরি গেছে। আরও কিছু অভিযোগ পেয়েছি, দায়িত্বে অবহেলা করার জন্য যত শিগগির সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঠিকমতো ওষুধ দিচ্ছে কি না তা নজরদারির ভেতর রাখা হবে জানিয়ে মেয়র বলেন, প্রতিদিনের নির্ধারিত ওষুধ দেওয়ার পরই কর্মীরা বেতন পাবেন। চিকুনগুনিয়া প্রতিরোধে কয়েকটি কর্মসূচির কথাও তুলে ধরেন ডিএনসিসি মেয়র। ডিএনসিসি মেয়র বলেন, সব শক্তি দিয়ে চিকুনগুনিয়া প্রতিরোধ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবে যা যা করা প্রয়োজন, তা করা হবে। বিভিন্ন এলাকায় হ্যান্ডবিল ও মাইকিং করার পাশাপাশি কমিশনারদের দায়িত্বে রাস্তাঘাটের তালিকা করা হয়েছে। প্রতিটি এলাকার মসজিদের ইমাম ও এলাকার নেতাদের নিয়ে টিম করে কাজ করা হবে। একেক দিন একেক এলাকায় বড় ধরনের মশক নিধন কর্মসূচি পরিচালিত হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ শোভাযাত্রাটি গুলশান-২ নম্বরের সেন্টার পয়েন্টে অবস্থিত ডিএনসিসি কার্যালয় থেকে শুরু হয়ে ডিসিসি মার্কেটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমি, বনানী বিদ্যানিকেতন, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরাসহ নগরবাসী অংশ নেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT