রংপুর সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়র হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা বুধবার (১৭ জানুয়ারি) শপথ নেবেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে। শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র হন জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা।