রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার প্রচণ্ড ঝড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন।
মস্কোর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড় চলাকালে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছিল। দুই ঘণ্টাব্যাপী ঝড়ের সময়ে শিলা পড়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে। মস্কোয় গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন মারাত্মক ঝড় হয় নি। বাতাসের তীব্রতায় বিদ্যুতের খুটি উল্টে পড়েছে, তার লণ্ডভণ্ড হয়েছে এবং শত শত গাছপালা উপড়ে গেছে। এ ছাড়া অনেক ভবনের কাঠামোগত ক্ষতিও হয়েছে।
মস্কোর সিটি হলের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র বলেছেন, ঝড় আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ৫০ জন চিকিৎসা সেবা চেয়েছেন। ১১ জন গুরুতর আহত হয়েছেন।
এর আগে মস্কো কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১১ বলে জানিয়েছিল। এদের অধিকাংশই গাছের নিচে চাপা পড়ে অথবা বাসস্ট্যান্ডে ভবনের কাঠামো ধসে পড়লে তার নিচে চাপা পড়ে নিহত হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, গাছের নিচে চাপা পড়ে ১১ বছরের এক শিশু এবং উড়ে আসা টিনের আঘাতে ৫৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন টুইটারে নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, ‘কয়েক শতাধিক গাছ উপড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’