কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭।
বুধবার সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়ার আঁধারঘোনা পাহাড়ি এলাকায় এ কারখানার সন্ধান পায় র্যাব।
ওই কারখানা থেকে ১৫টির বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
কক্সবাজার র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এখনো অভিযান চলছে। র্যাব-৭-এর কার্যালয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।