কুষ্টিয়া : মাধ্যমিক পর্যায়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র পেলেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকা নাদিরা খানম। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে তার হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক শাহীন সরকার। অনুষ্ঠানে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি প্রতিষ্ঠান প্রধান, ৪জন শ্রেষ্ঠ শিক্ষকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীসহ মোট ৮৭জনের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এস এম জামাল, কুষ্টিয়া থেকে।