শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মানিকগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: ০২:৩০ pm ১০-০১-২০১৭ হালনাগাদ: ০৩:৪৮ pm ১০-০১-২০১৭
 
 
 


মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দশ বছর আগে স্ত্রী হত্যার দায়ে এক ব‌্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন (৩৪) রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৪ এপ্রিল সিঙ্গাইর উপজেলার নাজিরপুর গ্রামে আলমগীর স্ত্রী মমতাজ বেগমকে (১৮) শ্বাসরোধে হত্যা করেন।

পরদিন আলমগীরকে আসামি করে মমতাজের মা আনেছা বেগম হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আইনজীবী সালাম জানান, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পান আলমগীর। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 
 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT