মালয়েশিয়ার উপকূলে ৩১ জন যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ হয়েছে, যার মধ্যে ২৮ জন চীনা পর্যটক ছিলেন।
দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি।
শনিবার পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে যাত্রা শুরুর পর নৌকাটি যোগাযোগ বিচিজ্ছন্ন হয়ে পড়ে।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি বলছে, খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নৌকাটিতে তিনজন নাবিক ছিলেন বলেও জানায় সংস্থাটি।
চীনের নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে সাতদিনব্যাপী উৎসবের প্রথম দিনে এ দুর্ঘটনা ঘটলো। উৎসবটি মালয়েশিয়ায় চীনা বংশদ্ভুতরাও উদযাপন করে থাকে।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় নৌকাটি কোতা কিনাবারু ছেড়ে যায়, এবং ওই স্থানি থেকে ৬০ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন এলাকা পুলাউ মেঙ্গালুম যাচ্ছিল।