বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রেম নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর কার সঙ্গে প্রেম করছেন রণবীর, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুরো শোবিজ জগতে। কৌতুহলের শেষ নেই রণবীরের ভক্তদেরও। পাকিস্তানের অভিনেত্রী ও 'রইস' সিনেমার নায়িকা মাহিরা খানের সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন রণবীর। এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমেই নাকি মাহিরার সঙ্গে পরিচয় হয় রণবীরের। এ দু'জনের মধ্যে ঘনিষ্ঠতাও নাকি বেশ জমজমাট হয়ে ওঠছে। সম্প্রতি দুবাইতে একটি ইভেন্টে রণবীর এবং পাকিস্তানের অভিনেত্রী মাহিরা দু'জনেই উপস্থিত ছিলেন। সেখানে তাদের দু'জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার ডালাপালা ছড়ায়। এ রকম গুঞ্জনের মধ্যে ঠিক যেন আগুনে ঘি ঢালার কাজটি করেছে একে অপরের ভূয়সী প্রশংসা। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমের কাছে রণবীর সম্পর্কে মাহিরা জানিয়েছিলেন যে, এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণবীই তার পছন্দের অভিনেতা। অন্যদিকে রণবীরকেও একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তার চোখে কোন অভিনেত্রীরা সুন্দরী? উত্তরে রণবীর বলেছিলেন, পাকিস্তানের মাহিরা খান খুব সুন্দরী।