রাজধানীর মিরপুরে রাব্বি হাসান বাবু (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহাল গ্রামের মো. লিটন মিয়ার চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন বাবু। তিনি কাফরুলের উত্তর ইব্রাহীমপুরের লতিফ সাহেবের টিনশেড বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
নিহতের প্রতিবেশী ইব্রাহীম জানান, লিটন মিয়ার মিরপুর ১৪ নম্বরে ফুটপাতে ছোট একটি ভাতের হোটেল আছে। সেই উপার্জন দিয়ে তিনি পরিবারকে সাহায্য করতেন।
‘রাতে বাবুর মার শাহিনা আক্তারের চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখি বাবু অচেতন অবস্থায় শুয়ে আছে। তখন সাহিনা আক্তারের কাছ থেকে জানতে পারি, বাবু গলায় ফাঁস লাগিয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি ইব্রাহীম।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।