রাজধানীর মিরপুর এলাকায় সোমবার (৭ই আগস্ট) গ্যাস থাকবে না ১০ ঘণ্টা। মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের অধীনে ইউটিলিটি স্থানান্তর করার কারণে সকাল ১0টা থেকে রাত ৮টা পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস বন্ধ থকবে - চিড়িয়াখানা রোড়, মিরপুর-১,২,৬,৭,১০,১১ ও ১২ এর পশ্চিম পাশ, ইষ্টার্ন হাউজিং, রুপনগর, আরামবাগ,আলিবদি, মিরপুর ক্যান্টনমেন্ট ও তদসংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি ষ্টেশন সমূহ।
তিতাস গ্যাস ওয়েব সাইট এ তথ্য সম্পকিত বিজ্ঞিপ্তি প্রকাশ করা হয় । গ্যাস না থাকার কারণে প্রায়ই জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব এলাকার মানুষদের খাবারের জন্য হোটেলগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়েও খাবার সংগ্রহ করতে দেখা গেছে। প্রসঙ্গত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিমি. মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে।