মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের এক বাড়িতে এ দুর্ঘটনার পর ওই পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান।
দগ্ধরা হলেন- ভবনের মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি এবং হাসান (৩২) নামের এক শ্রমিক।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।”
পুলিশ জানায়, ওই বাসার নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার জন্য সকালে ঢাকনা খোলেন হাসান। ও পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন।
মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, ট্যাংক পরিষ্কার করার আগে গ্যাস জমে আছে কি না তা পরীক্ষা করার সময় মোমবাতি জ্বালিয়ে ভেতরে দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।