মিরপুর ১১নং বড় মসজিদ রোডের দুই পাশের রাস্তা অবৈধ ভাবে দখল করে বিহারীরা ক্যাম্প ও ঘরবাড়ি স্থাপনা করে।আজ এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ছবিঃ শামীম আহম্মেদ
দীর্ঘদিন থেকে এসব সড়ক দখলে রেখে দোকান, বাড়ির দেয়াল ও শেড নির্মাণ করেছিল দখলদাররা। এ কারণে ওই সড়কগুলো সরু হয়ে গিয়েছিল। দিনভর যানজট লেগেই থাকত। ওইসব সড়কে চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হতো নগরবাসী। আজ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
এ প্রসঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সিটি কর্পোরেশন আইন-২০০৯ অনুযায়ী সড়কের অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে।
ছবিঃ শামীম আহম্মেদ
এ উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান , অতিরিক্ত প্রধান প্রকৌশলী , স্থানীয় কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।
ছবিঃ শামীম আহম্মেদ