রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাধানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতিকে ভিন্ন দিকে নিতে উস্কানি দেয়া হয়েছে। এ কথা বলেছেন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যা করে দেছিয়েছে অনেক উন্নত দেশও তা করে দেখানোর সাহস করতে পারেনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের জন্য অনেকেই দরজা বন্ধ করে দিয়েছে। সে দরজা খুলেছে বাংলাদেশ। তিনি বলেন, নিজের নয় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। জাতির পিতা আমাদেরকে শিখিয়েছেন, মানুষকে সহায়তা করতে। যখন কোনো সিদ্ধান্ত নেই, তার চেয়েও বড় বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আর সেই সিদ্ধান্ত যখন সঠিক হয়, সে সময়ই সফলতা পায়।